Earthquake in Russia | তীব্র ভূমিকম্পের জেরে রাশিয়ার উপকূলে ঢেউ, সুনামির পরের ছবি এলো প্রকাশ্যে

তীব্র এই ভূমিকম্পের পর রাশিয়ার সেভেরো-কুরিলস্ক উপকূলে সুনামির প্রথম ঢেউ দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি।
সাতসকালে তীব্র ভূমিকম্পে কেঁপেছে রাশিয়া। ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার কামচাটকা পেনিনসুলা। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদেব সোশ্যাল মিডিয়ায় বার্তায় বলেছেন, "দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।" ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে সুনামির আগের ও পরের ছবি শেয়ার করেছেন অনেকে। যেখানে দেখা যাচ্ছে, সুনামির জেরে উপকূলে একাধিক বাড়ি প্রায় ডুবে গিয়েছে।ভূমিকম্পের পর রাশিয়ার সেভেরো ও কুরিলস্ক উপকূলে সুনামির প্রথম ঢেউয়ের ছবি সামনে এসেছে। জাপান ও আমেরিকাতেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে।