Kamchatka Earthquake | ৭.১ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, সুনামি সতর্কতা জারি কামচটকায়

Saturday, September 13 2025, 5:41 am
highlightKey Highlights

৭.১ মাত্রার বিরাট এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাশিয়ার পূর্ব ক্ষেত্র পেত্রোপাভলোভস্ক-কামচটকা পেনিনসুলা।


ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়া। শনিবার রাশিয়ার কামচাটকার পূর্ব উপকূলে ক্ষেত্র পেত্রোপাভলোভস্ক-কামচটকা পেনিনসুলাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ‘জিওলজিক্যাল সার্ভে’ জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। মাটির ৩৯.৫ কিমি গভীরে ভূমিকম্প অনুভূত হয়। এই কম্পনের জেরে ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহওয়াবিদরা। ভূমিকম্পের জেরে কোন ক্ষয়ক্ষতির খবর নেই। কামচাটকার দক্ষিণ পশ্চিমে অবস্থিতজাপানে যদিও জাপান এখনও কোনও সুনামির সতর্কতা জারি হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File