রাজ্য

Royal Bengal Tiger | অসমের পাথারি থেকে উদ্ধার রয়্যাল বেঙ্গলের পা কাটা, চামড়া উপড়ানো ক্ষতবিক্ষত দেহ!

Royal Bengal Tiger | অসমের পাথারি থেকে উদ্ধার রয়্যাল বেঙ্গলের পা কাটা, চামড়া উপড়ানো ক্ষতবিক্ষত দেহ!
Key Highlights

সকালে অসমের গোলাঘাটের পাথারি এলাকায় একটি বিশাল বাঘের দেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

বনদফতর সূত্রে খবর, এদিন সকালে অসমের গোলাঘাটের পাথারি এলাকায় একটি বিশাল বাঘের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনকর্মীরা। জানা যাচ্ছে, অসমের কাজিরাঙ্গার গোলাঘাটে জঙ্গলের ধারে ঝোপের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে বনকর্মীরা। বাঘটির চারটি পা সমানভাবে কোনও ধারাল অস্ত্র দিয়ে কাটা ছিল, হত্যার পর উপড়ে ফেলা হয়েছিল গায়ের চামড়াও। এই ঘটনার পেছনে চোরাশিকারিদের হাত আছে বলে মনে করছে বনদফতর। প্রসঙ্গত, বাঘটি অনেক দিন ধরেই লোকালয়ে ঢুকে হামলা চালাচ্ছিল।