রাজ্য

Maipit | ছাগলের টোপে অবশেষে ধরা পড়লো দক্ষিণরায়! স্বস্তির নিঃশ্বাস কুলতলির মৈপীঠে

Maipit | ছাগলের টোপে অবশেষে ধরা পড়লো দক্ষিণরায়! স্বস্তির নিঃশ্বাস কুলতলির মৈপীঠে
Key Highlights

ছাগলের টোপ দিয়ে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। রবিবার গভীর রাতে বনদপ্তরের খাঁচায় ধরা দেয় বাঘটি।

অবশেষে ধরা পড়লো দক্ষিণরায়! ছাগলের টোপ দিয়ে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। রবিবার গভীর রাতে বনদপ্তরের খাঁচায় ধরা দেয় বাঘটি। ফলে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মৈপীঠের বাসিন্দারা। রবিবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ এলাকার বিভিন্ন গ্রামে বাঘের আতঙ্ক ছড়ায়। রবিবার সকালে স্থানীয় মৎস্যজীবীরা প্রথমে বাঘের পায়ের ছাপটি লক্ষ্য করেন। তারপর খবর দেওয়া হয় বন দফতরকে। এরপর জাল দিয়ে প্রায় গোটা গ্রাম ঘিরে ফেরা হয়। বনদপ্তরের তরফে খাঁচাও পাতা হয়। তাতেই ধরা পড়ে বাঘ। এই নিয়ে এক সপ্তাহে তিনবার বাঘের আতঙ্ক ছড়ায়।