রাজ্য

Royal Bengal Tiger | দুয়ারে বাঘমামা, আতঙ্কে ঘুম উড়েছে কুলতলির মৈপীঠের বাসিন্দাদের

Royal Bengal Tiger | দুয়ারে বাঘমামা, আতঙ্কে ঘুম উড়েছে কুলতলির মৈপীঠের বাসিন্দাদের
Key Highlights

দুয়ারে রয়্যাল বেঙ্গল টাইগার! ফের বাঘ আতঙ্কে কাঁপছে কুলতলির মৈপীঠের গুড়গুড়িয়া গ্রাম।

বাঘের আতঙ্কে সিঁটিয়ে রয়েছে কুলতলির মৈপীঠ। কুলতলির মৈপীঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া গ্রামে শনিবার রাত আটটা কুড়ি মিনিট নাগাদ এক গৃহস্থের উঠোনে আগমন হয় বাঘের। দক্ষিণরায়ের বারংবার গর্জনে কেঁপে ওঠে পাড়া। বাসিন্দারা তটস্থ হয়ে যায়। বেশ কিছুক্ষন পর বাঘটি চম্পট দেয়। উল্লেখ্য, সম্প্রতি মৈপীঠ চত্বরে একের পর এক বাঘের আগমন ঘটছে। গত রবিবারও একটি বাঘকে খাঁচাবন্দি করা হয়েছিল। তারপরেও আতঙ্ক কাটেনি। এ অবধি এই মরসুমে ১৭টি বাঘের দেখা পেয়েছে এলাকার বাসিন্দারা।