Cristiano Ronaldo | গোলের সেঞ্চুরি করলেন রোনাল্ডো! আল নাসেরের হয়ে ৯২টি ম্যাচ খেলে ১০০টি গোলের রেকর্ড ক্রিস্তিয়ানোর
কেরিয়ারের সম্প্রতি ৯০০ গোল করেছেন তিনি। এবার আল নাসেরের হয়ে গোলের সেঞ্চুরি করলেন রোনাল্ডো।
কেরিয়ারের সম্প্রতি ৯০০ গোল করেছেন তিনি। এবার আল নাসেরের হয়ে গোলের সেঞ্চুরি করলেন রোনাল্ডো। সৌদি প্রো লিগে ২১ তারিখ রাতে আল খলিজের বিরুদ্ধে খেলতে নামে আল নাসের জেতে ৩:১ গোলে। ওই ম্যাচে ক্রিস্তিয়ানো রোনাল্দো জোড়া গোল করেন। এই জোড়া গোল করে তিনি আল নাসেরের হয়ে ৯২টি ম্যাচ খেলে ১০০টি গোলের রেকর্ড তৈরি করলেন। রোনাল্দো আরও একটি রেকর্ড তৈরি করেন। তিনি হলেন প্রথম প্লেয়ার যিনি যতগুলো ক্লাবে খেলেছেন সেখানে প্রতিটা ক্লাবের হয়ে ৭০টিরও বেশি ম্যাচ খেলে ১০০ বা তার বেশি গোল করলেন বা গোলের জন্য বল বাড়ালেন।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফুটবলার
- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- ক্রিস্টিয়ানো রোনাল্ডো