খেলাধুলা

Ronaldo-Georgina | চুপিসারে বাগদান সারলেন রোনাল্ডো, জর্জিনার হীরের আংটির দাম কত জানেন?

Ronaldo-Georgina | চুপিসারে বাগদান সারলেন রোনাল্ডো, জর্জিনার হীরের আংটির দাম কত জানেন?
Key Highlights

প্রায় গোপনেই বাগদান সেরে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রডরিগেজ।

একসঙ্গে রয়েছেন প্রায় ৯ বছর। অবশেষে হাতের ওপর হাত রেখে বললেন, 'ইয়েস আই ডু, ইন দিস অ্যান্ড ইন অল মাই লাইভস'। প্রায় গোপনেই বাগদান সেরে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রডরিগেজ। নেটপ্রভাবী জর্জিনার শেয়ার করা ছবিতে সকলের নজর পড়েছে তাঁর অনামিকায়। সেখানে জ্বলজ্বল করছে ৫ সেমির এক ওভাল হিরে! কত দাম হতে পারে ওই আংটির? ব্রায়নি রেমন্ডের মতে হিরেটি ২৫ থেকে ৩০ ক্যারেটের মধ্যে হতে পারে। এই আংটির দাম হতে পারে ২ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬.৮ কোটি টাকা থেকে ৪২ কোটি টাকা