Cristiano Ronaldo | লাল কার্ড ইস্যুতে শাস্তি লঘু রোনাল্ডোর, বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারবেন তারকা

বিশ্বকাপের কোয়ালিফায়ারে লাল কার্ড দেখার জন্য মাত্র এক ম্যাচ সাসপেনশনের মুখে পড়লেন রোনাল্দো।
বিশ্বকাপের কোয়ালিফায়ারে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বিপক্ষের প্লেয়ারকে কনুই দিয়ে মেরে লাল কার্ড দেখেন রোনাল্ডো। FIFAর নিয়ম অনুযায়ী, বিপক্ষকে আঘাত করে লাল কার্ড দেখলে দেশের জার্সিতে দুই ম্যাচের জন্যে সাসপেনশন ভোগ করতে হয় খেলোয়াড়দের। তবে FIFA সম্প্রতি জানিয়েছে, মাত্র এক ম্যাচের জন্যই সাসপেন্ড করা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তিনি। একাংশের অভিযোগ, রোনাল্ডোর জন্যে FIFA তাদের নিয়ম নরম করেছে! উল্লেখ্য, ২০২৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন CR7।
