খেলাধুলা

Rohit Sharma | বিজয় হাজারেতে জ্বলে উঠলেন "শর্মা জি কা বেটা", ৬২ বলে শতরান রোহিতের!

Rohit Sharma | বিজয় হাজারেতে জ্বলে উঠলেন "শর্মা জি কা বেটা", ৬২ বলে শতরান রোহিতের!
Key Highlights

বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার রোহিত শর্মা সিকিমের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে জয়পুরে ঝড় তোলেন।

বিজয় হাজারে ট্রফিতে সিকিমের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই। আসন্ন ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য বিজয় হাজারেতে খেলতে নেমেছেন বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার রোহিত শর্মা। এদিন জয়পুরে সোয়াই মানসিং স্টেডিয়ামে বিধ্বংসী সেঞ্চুরি করলেন তিনি। মাত্র ৬২ বলে আক্রমণাত্মক মেজাজে শতরান পূর্ণ করেন তিনি। ৮টি করে চার ও ছক্কা মেরেছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। উল্লেখ্য, BCCI এর নির্দেশ অনুযায়ী টিম ইন্ডিয়ার সব খেলোয়াড়কে বিজয় হাজারে ট্রফিতে অন্তত ২টি ম্যাচ খেলতে হচ্ছে। খেলছেন বিরাট, রাহুলরাও।