Rohit Sharma | বিশ্বকাপ জেতার পরই বার্বাডোজের মাটি খেলেন রোহিত! কেন এই কান্ড? জানালেন অধিনায়ক শর্মা!

Wednesday, July 3 2024, 9:31 am
Rohit Sharma | বিশ্বকাপ জেতার পরই বার্বাডোজের মাটি খেলেন রোহিত! কেন এই কান্ড? জানালেন অধিনায়ক শর্মা!
highlightKey Highlights

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশের জন্য ইতিহাস তৈরি করেছেন রোহিত শর্মা। তবে বার্বাডোজের মাটি দাঁতে কামড়েছেন অধিনায়ক।


টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশের জন্য ইতিহাস তৈরি করেছেন রোহিত শর্মা। তবে সম্প্রতি বিশ্বকাপ জেতার পর রোহিত শর্মার একটি কাজ সকলের মনে প্রশ্ন জাগিয়ে তুলেছে। বার্বাডোজের মাটি দাঁতে কামড়েছেন অধিনায়ক। তবে এই কান্ড কেন?BCCI-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত শর্মা বলেন, ‘কিছুই পূর্ব পরিকল্পিত ছিল না। যে পিচটা আমাকে ট্রফি দিয়েছিল, আমি সেই মাঠটাকে সবসময় মনে রাখতে চেয়েছিলাম এবং পিচটাকে মনে রাখবও। তাই আমি সেই পিচের একটা অংশ আমার সঙ্গে রাখতে চেয়েছিলাম।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File