Road Accidents | দেশে প্রতি মিনিটে গড়ে ১ জন মারা যাচ্ছে পথ দুর্ঘটনায়! রিপোর্ট প্রকাশ এতেই কপালে ভাঁজ আমজনতার

রিপোর্ট অনুসারে, ২০২৩ সালে দেশে মোট ৪,৮০,৫৮৩টি পথ দুর্ঘটনা ঘটেছে। দেশে প্রতি তিন মিনিটে গড়ে এক জন পথ দুর্ঘটনার বলি।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের দুর্ঘটনা সংক্রান্ত রিপোর্ট ভয় ধরাচ্ছে জনতার মনে। রিপোর্ট বলছে, ২০২৩ সালে দেশে মোট ৪,৮০,৫৮৩টি পথ দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে ১,৭২,৮৯০ জনের। এই দুর্ঘটনায় ৪৫ শতাংশ (৭৭,৫৩৯ জনের) মৃত্যুর সঙ্গে বাইক বা স্কুটারের যোগ রয়েছে। গাড়ির সিট বেল্ট না-লাগানোর জন্যও ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রতি তিন মিনিটে গড়ে এক জন পথ দুর্ঘটনার বলি। তামিলনাড়ুতে ২০২৩ সালে দুর্ঘটনা ঘটেছে ৬৭,২১৩টি। এরপরেই রয়েছে মধ্যপ্রদেশ, কেরল, উত্তরপ্রদেশ এবং কর্নাটক।