খেলাধুলা

Rishabh Pant | ভেঙেছে পন্থের পায়ের পাতা! ঋষভের পরিবর্তে নামতে পারেন ‘অবাধ্য’ ঈশান কিষাণ!

Rishabh Pant | ভেঙেছে পন্থের পায়ের পাতা! ঋষভের পরিবর্তে নামতে পারেন ‘অবাধ্য’ ঈশান কিষাণ!
Key Highlights

পন্থের পায়ের পাতা ভেঙেছে। ফলে আগামী ৬ সপ্তাহের জন্য তিনি মাঠে নামতে পারবেন না।

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডের মাটিতে প্রথম সফরকারী কিপার এবং ব্যাটার হিসেবে ১০০০ রানের মাইলফলক পেরোলেন ঋষভ পন্থ। কিন্তু তারপরেই চট পেয়ে মাঠ ছাড়তে হলো তাঁকে। জানা গিয়েছে, পন্থের পায়ের পাতা ভেঙেছে। ফলে আগামী ৬ সপ্তাহের জন্য তিনি মাঠে নামতে পারবেন না। এরপরই শোনা যাচ্ছে, পন্থের জায়াগায় প্রত্যাবর্তন করতে পারেন ‘অবাধ্য’ ঈশান কিষাণ। সূত্রের খবর, ৩১ জুলাই থেকে ওভালে শুরু হতে যাওয়া পঞ্চম টেস্টের জন্য নির্বাচক কমিটি ঈশানকে টেস্ট দলে যুক্ত করা হতে পারে।