RG Kar Rape Murder | নিজের দোষ শিকার করলো আরজি কর হাসপাতাল কান্ডের অভিযুক্ত! ' আমাকে ফাঁসি দিন'..আধিকারিকদের কাছে দাবি

Saturday, August 10 2024, 4:10 pm
RG Kar Rape Murder | নিজের দোষ শিকার করলো আরজি কর হাসপাতাল কান্ডের অভিযুক্ত! ' আমাকে ফাঁসি দিন'..আধিকারিকদের কাছে দাবি
highlightKey Highlights

দোষ স্বীকার করেছে অভিযুক্ত। এমনকী জেরার সময় সে তদন্তকারী আধিকারিকদের বলেছে, “আমায় ফাঁসি দিয়ে দিন…”!


আরজি কর হাসপাতালের কান্ড নিয়ে তোলপাড় গোটা শহর তথ্য রাজ! ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, নিজের দোষ স্বীকার করেছে অভিযুক্ত। এমনকী জেরার সময় সে তদন্তকারী আধিকারিকদের বলেছে, “আমায় ফাঁসি দিয়ে দিন…”! প্রসঙ্গত, ছাত্রীর ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, তাকে খুন করা হয়েছে ভোর তিনটে থেকে ছ’টার মধ্যে। বিষয়টি জানার পরই সেই সময়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তারা। তখনই অভিযুক্তর গতিবিধি নজরে আসে পুলিশ আধিকারিকদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File