Bangladesh | মন্ত্রীর বাড়িতে হামলা করতে গিয়ে স্থানীয়দের কাছে মার খেল ‘বিপ্লবী’ ছাত্ররা! হাসপাতালে ভর্তি ১৫
Saturday, February 8 2025, 12:16 pm

শুক্রবার রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুরে প্রাক্তন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালাতে যায়।
বাংলাদেশে আওয়ামি লিগের নেতা কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে ‘বিপ্লবী’ ছাত্ররা। এবার তাদেরই পালটা মারধর করে স্থানীয়রা। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৫ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রে খবর, শুক্রবার রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুরে প্রাক্তন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালাতে যায়। সেই সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা করে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এরপর তাঁরা ভাঙচুরকারী কয়েকজনকে বেধড়ক মারধর করেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বিক্ষোভ
- হামলা