Digital Arrest | ‘ডিজিটাল অ্যারেস্টে’র ফাঁদে পড়ে প্রায় ১০ কোটি টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়র
Friday, November 15 2024, 1:45 pm

‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণার ফাঁদে পড়ে প্রায় ১০ কোটি টাকা খোয়ালেন দিল্লির অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়র!
‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণার ফাঁদে পড়ে প্রায় ১০ কোটি টাকা খোয়ালেন দিল্লির অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়র! সুত্রের খবর, তাঁকে স্কাইপ ডাউনলোড করিয়ে ভিডিও কলে প্রায় ৮ ঘণ্টা ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়। তাইওয়ান থেকে ফোন করা হয় বলে খবর। তাঁকে বলা হয়, মুম্বই বিমানবন্দরে তাঁর নামে একটি পার্সেল এসেছে। তাতে রয়েছে নিষিদ্ধ ড্রাগ। নিজেদের মুম্বই পুলিশের অপরাধদমন শাখার আধিকারিক পরিচয় দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। তদন্তে নেমেছে ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন।