Inflation | গত ছ'বছরে চলতি বছরের মার্চে ভারতে পণ্যের খুচরো দরের মূল্যবৃদ্ধি সর্বনিম্ন!

Thursday, April 17 2025, 5:39 am
highlightKey Highlights

মার্চে ভারতে পণ্যের খুচরো দরের মূল্যবৃদ্ধি কমে হয়েছে ৩.৩৪%।


গত ছ'বছরের তুলনায় চলতি বছরের মার্চে ভারতে পণ্যের খুচরো দরের মূল্যবৃদ্ধি সর্বনিম্ন। মার্চে ভারতে পণ্যের খুচরো দরের মূল্যবৃদ্ধি কমে হয়েছে ৩.৩৪%। এর মূল কারণ আনাজ সহ খাদ্যপণ্যের দাম কমা। মূল্যবৃদ্ধি কমার জন্য গত সপ্তাহে ভারতের RBI রেপো রেট ০.২৫% কমিয়েছে। রিজ়ার্ভ ব্যাঙ্কের পূর্বাভাস চলতি বছরে দেশে মূল্যবৃদ্ধি ৪ শতাংশে থাকবে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে দেশের গ্রামাঞ্চলে পণ্যের খুচরো দর বেড়েছে ৩.২৫%,। তবে ফেব্রুয়ারির তুলনায় মার্চে শহরাঞ্চলে খুচরো মূল্যবৃদ্ধির হার ০.১১% বেড়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File