রাজনৈতিক

By Election Result | দু’টি আসনে জয় আপের, দেশের ৫ আসনে উপনির্বাচনের ফলাফল কী?

By Election Result | দু’টি আসনে জয় আপের, দেশের ৫ আসনে উপনির্বাচনের ফলাফল কী?
Key Highlights

দেশের ৫ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে দু’টি আসনে জয় ছিনিয়ে নিল আম আদমি পার্টি (আপ)।

দেশের ৫ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে দু’টি আসনে জয় ছিনিয়ে নিল আম আদমি পার্টি (আপ)। তৃণমূল জিতেছে একটিতে, বিজেপি পেয়েছে একটি এবং একটিতে জিতেছে কংগ্রেসের ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রট বা UDF। আপের হয়ে গুজরাটের বিসবদার দখল করেছেন গোপাল ইটালিয়া এবং পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম বিধানসভা কেন্দ্রে জিতেছেন সঞ্জীব আরোরা। অন্যদিকে, গুজরাটের কাদিতে জিতেছে বিজেপির রাজেন্দ্রকুমার চাবড়া। কেরালার নীলাম্বুরে জিতেছে কংগ্রেসের আর্যদান শৌকথ এবং নদিয়ার কালীগঞ্জে জিতেছে তৃণমূলের আলিফা আহমেদ।