অতিমারীর পাশাপাশি ট্যারেন্টুলার হানা, আতঙ্কিত হাওড়ার শ্যামপুরের কাটাগাছি মণ্ডলপাড়ার বাসিন্দারা
Friday, June 4 2021, 1:09 pm
Key Highlights
হাওড়ার শ্যামপুরের কাটাগাছি মণ্ডলপাড়ায় একাধিক বাড়িতে দেখা মিলছে কালো লোমশ মাকড়সার। অভিযোগ এই মাকড়সার কামড়ে এক যুবকের মৃত্যু হয়। এছাড়াও গ্রামের কয়েকজনকে কামড়েছে এই বিষাক্ত মাকড়সা। গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বনদপ্তরে খবর পাঠানো হয়। বন দফতরের দাবি ওই মাকড়সা ট্যারেন্টুলা নয়। দফতরের কর্মীরা প্রায় ৭-৮টি মাকড়সা ধরে সদর দফতরে নিয়ে আসেন। জেলা বন আধিকারিক রাজু সরকার বলেছেন, ‘এটা ট্যারেন্টুলা বলে মনে হয় না। এটা মাকড়সারই কোনও এক প্রজাতি। যার উপরে কিছুটা লোম রয়েছে। তাই এটিকে নিয়ে আসার পর আমরা জঙ্গলে ছেড়ে দিয়েছি।’
- Related topics -
- জেলা
- হাওড়া
- বনদপ্তর
- ট্যারেন্টুলা
- মাকড়শা