রাত ফুরোলেই প্রজাতন্ত্র দিবস। রেড রোডে করোনা আবহে কর্মসূচিতে কাটছাঁট, অনুষ্ঠান হবে দর্শকহীন

Monday, January 25 2021, 11:10 am
রাত ফুরোলেই প্রজাতন্ত্র দিবস। রেড রোডে করোনা আবহে কর্মসূচিতে কাটছাঁট, অনুষ্ঠান হবে দর্শকহীন
highlightKey Highlights

আগামীকাল ৭২তম প্রজাতন্ত্র দিবস। করোনা মহামারীর কারণে এই প্রথম রেডরোডে খুবই সংক্ষিপ্ত হবে কুচকাওয়াজ, দর্শকহীন এই অনুষ্ঠানে ভিআইপি দর্শকের সংখ্যাও হাতে গোনা। ভিভিআইপিদের ও অনুষ্ঠানে অংশ নেওয়া দর্শকদের নিরাপদ দূরত্ব বজায় রেখে বসতে হবে। অনুষ্ঠান সংক্ষিপ্ত হলেও নজরদারিতে থাকছে পুলিশের বিশেষ নিরাপত্তা বলয় এবং ড্রোন ক্যামেরা। টহল দেবে লালবাজারের রেডিও ফ্লাইং স্কোয়াড এবং হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের গাড়ি, মূল অনুষ্ঠানস্থলে থাকছে কমান্ডো। থাকছে ওয়াচ টাওয়ার। কোনোরকম অপ্রতীতিকর বা নাশকতামূলক ঘটনা রুখতে অনুষ্ঠানস্থল এবং তার আশপাশে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File