Republic Day | স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনে রয়েছে বিশেষ তফাৎ! জানেন কী?

Monday, January 26 2026, 2:09 am
Republic Day | স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনে রয়েছে বিশেষ তফাৎ! জানেন কী?
highlightKey Highlights

স্বাধীনতা দিবসের ও প্রজাতন্ত্র দিবস ভারতীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গর্বের দিন।


আজ, ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। স্বাধীনতা দিবসের ও প্রজাতন্ত্র দিবস ভারতীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গর্বের দিন। কিন্তু আপনি কি জানেন দুটি দিনের পতাকা উত্তোলনের পদ্ধতিতে কিছু তফাৎ আছে? স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলনকে ইংরেজিতে বলা হয় ‘Hoist’। যার বাংলা অর্থ ‘উত্তোলন’। এই দিনে দণ্ডের নীচে বাঁধা পতাকাকে উপরে তোলা হয়। কিন্তু প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে ইংরেজিতে বলা হয় ‘Unfurl’। যার বাংলা অর্থ ‘উন্মোচন’। এদিন পতাকা দণ্ডের উপরে আগে থেকেই বাঁধা থাকে, শুধু মাত্র পতাকার বাঁধন খুলে দেওয়া হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File