আন্তর্জাতিক

BUET Indian Flag | ইউনিভার্সিটির 'ডোরম্যাট' ভারতের জাতীয় পতাকা! প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করলেন খ্যাতনামা ডাক্তার

BUET Indian Flag | ইউনিভার্সিটির  'ডোরম্যাট' ভারতের জাতীয় পতাকা! প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করলেন খ্যাতনামা ডাক্তার
Key Highlights

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে, বাংলাদেশের BUET ইউনিভার্সিটির প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা হয়েছে, আর তার ওপর দিয়েই হেটে যাচ্ছে পড়ুয়ারা।

নতুন করে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে তৈরী হলো বিতর্ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে, বাংলাদেশের BUET ইউনিভার্সিটির প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা হয়েছে, আর তার ওপর দিয়েই হেটে যাচ্ছে পড়ুয়ারা। এই ঘটনার প্রেক্ষিতে ব্যাপক ক্ষুব্ধ ভারতীয়রা। এর পরই বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন কলকাতার খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেন 'আগে দেশ, পরে রোজগার'। শহরের অন্য চিকিৎসকদেরও এই পথে হাঁটার আবেদন জানিয়েছেন ইন্দ্রনীলবাবু।