বিনোদন

ঋতু বিয়োগের আট বছর, ২০১৩-য় আজকের দিনেই আমরা হারিয়েছিলাম ভারতীয় সিনেমার এক অমূল্য রত্ন কে

ঋতু বিয়োগের আট বছর, ২০১৩-য় আজকের দিনেই আমরা হারিয়েছিলাম ভারতীয় সিনেমার এক অমূল্য রত্ন কে
Key Highlights

টলিউড ইন্ডাস্ট্রিতে এক অন্য ঘরানার সৃষ্টি করেছিলেন তিনি। কেবল একজন চিত্রপরিচালক বা অভিনেতা হিসাবেই নন, তিনি একজন ভালো মানুষ হিসাবেও মন কেড়েছেন সকলের। আট বছর আগে ২০১৩ সালে ৩০শে মে ঋতুপর্ণ ঘোষকে হারিয়েছি আমরা। তাঁর চলে যাওয়ায় বাংলা তথা ভারতীয় সিনেমা বেশ কিছু অনন্য সৃষ্টি থেকে বঞ্চিত থেকে গেছে । এ ক্ষত কোনও দিন ভরাট হওয়ার নয়। তবে তাঁর সৃষ্টি তে তিনি কোনোদিনই হারিয়ে যাবেননা, বাংলার চলচিত্র জগতে তা রয়ে যাবে চিরঅমর হয়ে।