IPL2025 | IPL-এ ধৈর্য্যের পরীক্ষা, বদলালো সময়সূচী, অস্বস্তিতে দর্শককুল!

Wednesday, May 21 2025, 3:07 am
highlightKey Highlights

লিগ পর্বের বাকি ৯টি ম্যাচের জন্য ১২০ মিনিটের অতিরিক্ত সময় রাখা হবে।


বারবার বৃষ্টির জেরে ভেস্তে যাচ্ছে আইপিএল এর একাধিক ম্যাচ। বারবার স্টেডিয়াম বদল করতে হচ্ছে। এই পরিস্থিতিতে নয়া নিয়ম আনলো বোর্ড কতৃপক্ষ। এবার থেকে পুরো ২০ ওভারের ম্যাচ সম্পূর্ণ করার জন্য ৬০ এর বদলে ১২০ মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে। বিকেলের ম্যাচের ক্ষেত্রে ম্যাক্সিমাম ৫.৩০টা অবধি কিংবা ৫ ওভারের ম্যাচের জন্য ৭.৫৬ অবধি অপেক্ষা করা যাবে। তারপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হবে। রাতের ম্যাচের ক্ষেত্রে ৯.৩০টা অবধি অথবা ৫ ওভারের ম্যাচের জন্য ১১.৫৬ অবধি অপেক্ষা করে ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File