বাণিজ্য

Karan Johar-Reliance | করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউস কিনে নেবে রিলায়েন্স? চলছে কথাবার্তা

Karan Johar-Reliance | করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউস কিনে নেবে রিলায়েন্স? চলছে কথাবার্তা
Key Highlights

এই চুক্তি হলে রিলায়েন্স ভারতের কনটেন্ট প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে আরও জোরদার হবে।

ব্যবসা আরও প্রশস্ত করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়। জানা গিয়েছে, বলিউডের প্রযোজক এবং পরিচালক করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউস অধিগ্রহনের জন্য কথাবার্তা চালাচ্ছে রিলায়েন্স। তবে পুরোপুরি নয়, ধর্মা প্রোডাকশনের একাংশ কেনার জন্যই আলোচনা চলছে। এই চুক্তি সফল হলে ভারতের কনটেন্ট প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে রিলায়েন্সের উপস্থিতি আরও জোরদার হবে। ধর্মা প্রোডাকশনের ৯০.৭ শতাংশ মালিকানা রয়েছে করণ জোহরের হাতে। এই সংস্থার ৯.২৪ শতাংশ মালিকানা করণ জোহরের মা হীরুর হাতে।