Kasba Case | ফের কসবা ল কলেজে পা তিন অভিযুক্তের, চলছে ঘটনার পুনর্নির্মাণ, মোতায়েন বিশাল পুলিশবাহিনী!

Friday, July 4 2025, 3:52 am
highlightKey Highlights

কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে আনা হল মূল অভিযুক্ত সহ তিন অভিযুক্তকেই। ঘটনার পুনর্নির্মাণের ভিডিয়োগ্রাফি করছে পুলিশ।


সাতসকালে তিন অভিযুক্ত সহ কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কলেজ। শুরু হয়েছে কসবা গণধর্ষণ কাণ্ডের পুনর্নির্মাণ। ঘটনার দিন অর্থাৎ ২৫ জুন রাতে কী ঘটেছিল তা জানতে ইউনিয়ন রুম থেকে গার্ড রুম, প্রতিটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্তদের। প্রতি মুহূর্তের ভিডিওগ্রাফি করা হচ্ছে। এর আগে কসবার নির্যাতিতাকেও কলেজে আনা হয়েছিল। যেখানে অভিযুক্তরা তার উপরে পাশবিক অত্যাচার করেছিল সেসব জায়গা চিহ্নিত করেছিলেন তিনি। এবার নতুন কোনো তথ্য বেরোয় কিনা তা ই দেখার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File