Santosh Trophy Winner | মিলছে একের পর এক স্বীকৃতি, সন্তোষ ট্রফিজয়ীদের র্যাম্পে হাঁটালো IFA, উপহারে মিললো সোনার লকেট
Saturday, February 15 2025, 1:58 pm
Key Highlightsদীর্ঘ প্রতীক্ষার পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সন্তোষ ট্রফি জয়ী বাংলার গোটা দলসহ কোচকে সংবর্ধনা প্রদান করে IFA।
দীর্ঘ ৬ বছর পর সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। আর তারপর থেকেই একের পর এক স্বীকৃতি মিলছে কোচ সঞ্জয় সেন সহ নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদাদের। এবার বাংলা দলকে এক অনন্য সংবর্ধনা দিলো IFA। শুক্রবার হকি বেঙ্গলের তাঁবুর মাঠে একটি জমকালো অনুষ্ঠানে বাংলার কোচ সঞ্জয় সেন সহ পুরো দলকে সন্মান জানালো IFA। তাঁদের হাতে তুলে দেওয়া হলো IFA এর লোগো খোদাই করা সোনার লকেট। পেশাদার মডেলদের সাথে র্যাম্পেও হাঁটলেন বাংলা দলের খেলোয়াড়রা।
- Related topics -
- খেলাধুলা
- রাজ্য
- সন্তোষ ট্রফি
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- আইএফএ

