কোভিড আক্রান্ত হয়ে মাত্র ৭০ বছর বয়সে জীবনে পূর্ণচ্ছেদ পড়লো সাহিত্যিক অনীশ দেবের
Wednesday, April 28 2021, 10:42 am
Key Highlightsবাংলা কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক অনীশ দেব কোভিড আক্রান্ত হয়ে চলেই গেলেন অতঃপর। ৭০ বছর বয়সে তিনি সাহিত্য জগৎকে বিদায় জানিয়ে জীবনে পূর্ণচ্ছেদ টানলেন। কোভিড আক্রান্ত হওয়ার পরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অনীশ দেব। তাঁর জন্য এবি পজিটিভ রক্তের প্লাজমার দরকার ছিল। মঙ্গলবার রাত থেকেই নেটমাধ্যমে হাহাকার পড়ে গিয়েছিল। প্লাজমার খোঁজে জোর আবেদন চালায় সাহিত্য অনুরাগীরা। এবং বেশ দেরী হলেও প্লাজমা জোগার হয়ে গিয়েছিল। কিন্তু সেই প্লাজমা তাঁকে আর দেওয়া যায়নি। ভেন্টিলেশন থেকেই ফিরতে না পেরে চিরতরে চলে গেলেন প্রিয় সাহিত্যিক।
- Related topics -
- লাইফস্টাইল
- কোভিড ১৯
- কোভিড পজিটিভ
- প্রয়াত
- সাহিত্যিক
- অনীশ দেব

