Adani-Hindenburg | কেন আদানি গ্রূপের ওপর নজর দিয়েছিলো হিন্ডেনবার্গ রিসার্চ? জানালেন খোদ প্রতিষ্ঠাতা নাথান
Wednesday, February 5 2025, 4:10 pm

সম্প্রতি প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন জানান কেন আদানি গ্রূপের দিকে নজর দিয়েছিল হিন্ডেনবার্গ!
আদানি গ্রুপ সংক্রান্ত হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে চাঞ্চল্য পরে গিয়েছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল, বিভিন্ন অফশোর সংস্থার মাধ্যমে কোম্পানির আয় বৃদ্ধি দেখিয়ে কারচুপি করে আদানি গ্রুপ তাদের নানা সংস্থার শেয়ারের দর বাড়িয়ে নিয়েছে। এরপরই আদানি গ্রুপের শেয়ারে ধস নেমেছিল। পরে হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন জানান কেন আদানি গ্রূপের দিকে নজর দিয়েছিল হিন্ডেনবার্গ! তিনি বলেন,‘আমরা প্রাথমিক ভাবে নানা সংবাদসংস্থার প্রতিবেদনে দেখেছি বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করতে। সেই কারণেই বিষয়টিতে আমরা নজর দিই।’
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- আদানি
- হিন্ডেনবার্গ