Barasat Murder Case | স্ত্রীর প্রতি ভালোবাসার কারণেই হজরতের মুন্ডু কেটে খুন! ঘটনার পুনর্বিবরণ দিলেন অভিযুক্ত জলিল!

ধৃত অভিযুক্ত জলিল ও তার স্ত্রী সুফিয়া খুনের ঘটনস্থলে গিয়ে পুনর্বিবরণ দেন।
সামনে এলো গাইঘাটায় হজরত খুন কাণ্ডের নেপথ্যে আসল কারণ। ধৃত অভিযুক্ত জলিল ও তার স্ত্রী সুফিয়া খুনের ঘটনস্থলে গিয়ে পুনর্বিবরণ দেন। জানা যাচ্ছে, হজরতের সঙ্গে জলিলের স্ত্রীর সুফিয়ার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। জলিল সে বিষয়টা জানতেন এবং মেনে নিয়েছিলেন। কিন্তু পরে হজরতের অস্বাভাবিক যৌন চাহিদার জন্য হজরত ও সুফিয়ার সম্পর্কের অবনতি ঘটে। হজরত নাকি ওষুধ খেয়ে এসে জোর করে সুফিয়ার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন। এই কথা জলিলকে বলেন সুফিয়া, এরপরই জলিল ও তার স্ত্রী মিলে খুন করে হজরতকে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ক্রাইম
- খুন