Real Madrid Won । মুকুট ফিরলো 'রাজা'র মাথায়, চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত জয় রিয়াল মাদ্রিদের

Wednesday, December 11 2024, 6:58 am
Real Madrid Won । মুকুট ফিরলো 'রাজা'র মাথায়, চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত জয় রিয়াল মাদ্রিদের
highlightKey Highlights

চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহ্যাম, তিন তারকাই গোল পেলেন।


টানা দুম্যাচ হারের পর জয়ের মুকুট রিয়াল মাদ্রিদের মাথায়। চ্যাম্পিয়ন্স লিগে ইটালির ক্লাব আটালান্টার বিরুদ্ধে জিতল ৩:২ গোলে জিতল আন্সেলোত্তির ছেলেরা। এদিনকার ম্যাচে এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহ্যাম তিন তারকাই গোল পেলেন। রিয়ালের হয়ে প্রথম গোলটা করলেন এমবাপে। প্রথমার্ধের একেবারে শেষে আটালান্টা সমতা ফেরালেও ৫৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র ও ৫৯ মিনিটে জুড বেলিংহ্যামের গোলে ফের এগিয়ে যায় রিয়াল। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৮ তম স্থানে পৌঁছলো রিয়াল মাদ্রিদ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File