জঙ্গলের ঘাস-ফলমূল খেয়ে বাস্তবের "মোগলি"কে আর দিনযাপন করতে হবে না, উপচে পড়ল সাহায্য !
Friday, December 4 2020, 10:33 am
Key Highlights
'বাস্তবের মোগলি' অর্থাৎ এলি যে তার জীবনের ২০ টা বছর বন-জঙ্গলের পশুপ্রাণীদের সাথে কাঠিয়েছে। তার মা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এলি জন্ম থেকেই দেখতে অন্য রকম, দেহের তুলনায় মাথা ও দাঁত অদ্ভুত বড় , আকর্তাও অদ্ভুত। শুধু তাই নয়, এলির করা অঙ্গভঙ্গিও ছিল সাধারণের তুলনায় আলাদা। আসলে তার একটা অসুখ আছে, যার নাম মাইক্রোসেফালি। কিন্তু, স্থানীয়রা তাঁকে ঢিল ছুড়ত ও তাড়া করত।তাই সে জঙ্গলে গিয়ে থাকত। ‘আফ্রিম্যাক্স’ নামের স্খানীয় টিভি চ্যানেল তাঁদের জন্য সাহায্য প্রার্থনা করেছে।
- Related topics -
- লাইফস্টাইল
- মোগলি
- আফ্রিম্যাক্স
- মাইক্রোসেফালি