খেলাধুলা

RCB vs PBKS | অবশেষে বেঙ্গালুরুর ঘরে ঢুকলো আইপিএল ট্রফি! পাঞ্জাবকে ৬ রানে পরাস্ত করে IPL জয় RCB-র!

RCB vs PBKS | অবশেষে বেঙ্গালুরুর ঘরে ঢুকলো আইপিএল ট্রফি! পাঞ্জাবকে ৬ রানে পরাস্ত করে IPL জয় RCB-র!
Key Highlights

১৭ বছরের শাপমোচন করে আইপিএল ২০২৫ এর ট্রফি ঘরে তুললো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু!

১৭ বছরের শাপমোচন করে আইপিএল ২০২৫ এর ট্রফি ঘরে তুললো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু! ফাইনালে পাঞ্জাবকে ৬ রানে পরাস্ত করল RCB। টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। ৯ বলে ১৬ রানের ইনিংস খেলেন ফিল সল্ট। ৩৫ বলে ৪৩ করেন কিং কোহলি। বিরাটের পর মায়াঙ্ক আগরওয়াল, রজত পতিদার, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা কেউই বড় রান করতে পারেননি। তবে বোলিং করতে নেমেই শক্তি বুঝিয়ে দিলো RCB। ভুবনেশ্বর কুমার ও ক্রুনাল নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন যশ দয়াল, জশ হ্যাজ়েলইউড ও রোমারিও শেফার্ড।