KKR vs RCB | বৃষ্টিতে ভেস্তে গেলো ম্যাচ, প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল রাইডার্সরা! টেবিল টপে উঠলো বেঙ্গালুরু!

Saturday, May 17 2025, 6:23 pm
KKR vs RCB | বৃষ্টিতে ভেস্তে গেলো ম্যাচ, প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল রাইডার্সরা! টেবিল টপে উঠলো বেঙ্গালুরু!
highlightKey Highlights

বিল:টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলই পেল এক পয়েন্ট করে পেলেও প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল কেকেআর।


সত্যি হলো আশঙ্কা, বৃষ্টির কারণে ভেস্তে গেলো বেঙ্গালুরু বনাম কলকাতার আইপিএল ম্যাচ। আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলই পেল এক পয়েন্ট করে পেলেও প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল কেকেআর। রাইডার্সদের শেষ দুই ম্যাচে জিততেই হতো প্লে অফে যাওয়ার আশা টিকিয়ে রাখতে গেলে। কিন্তু এই ম্যাচে ১ পয়েন্ট পাওয়ায় সেই স্বপ্ন ভঙ্গ হলো। ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্টে পৌঁছল গতবারের চ্যাম্পিয়নরা। এদিকে ১২ ম্যাচ খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পৌঁছল ১৭ পয়েন্টে। টেবিল টপে রয়েছে তারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File