অর্থনৈতিক

নয়া সুপারিশ রিজার্ভ ব্যাঙ্ক প্যানেলের! টাটা-অম্বানীদের ব্যাঙ্কিং ব্যবসা টানতে এই সিদ্ধান্ত ।

নয়া সুপারিশ রিজার্ভ ব্যাঙ্ক প্যানেলের! টাটা-অম্বানীদের ব্যাঙ্কিং ব্যবসা টানতে এই সিদ্ধান্ত ।
Key Highlights

দেশের বড় কর্পোরেট সংস্থাগুলোকে ব্যাঙ্কিং ব্যবসায় টেনে আনার উদ্যোগ নেওয়া হোক। এমনই সুপারিশ করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র অভ্যন্তরীণ প্যানেল। প্যানেলের নির্দিষ্ট প্রস্তাব, প্রাইভেট সেক্টর ব্যাঙ্কের প্রোমোটারের অংশিদারীর সর্বোচ্চ সীমা ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৬ শতাংশ হোক। এ জন্য অবশ্য ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট-এ বদল জরুরি। এই বদল ঘটলে টাটা, বিড়লা, অম্বানী কিংবা মহিন্দ্রার মতো বড় কর্পোরেট পুঁজির সংস্থা ব্যাঙ্কিং ব্যবস্থায় ঢুকতে উৎসাহিত হতে পারে মনে করছে এই প্যানেল। প্যানেল মনে করছে, ওই সীমা বাড়ানো হলে দেশের কর্পোরেট সংস্থাগুলো ব্যাঙ্কিং ব্যবস্থায় আসতে পারে।