Tata Sons | NBFC তালিকায় টাটা সন্স! নাম সরানোর জন্য RBIর কাছে আবেদন করলো টাটা গ্রুপ

Tuesday, January 21 2025, 2:22 pm
highlightKey Highlights

RBI লেয়ার নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি হিসেবে চিহ্নিত করেছে টাটা গ্রুপের নিয়ন্ত্রণকারী সংস্থা টাটা সন্সকে।


RBI লেয়ার নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি হিসেবে চিহ্নিত করেছে টাটা গ্রুপের নিয়ন্ত্রণকারী সংস্থা টাটা সন্সকে। মনে করা হচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই সংস্থাকে শেয়ার বাজারে নথিভুক্ত হতে বাধ্য করা হতে পারে। এদিকে ইতিমধ্যেই টাটা গ্রুপ, টাটা সন্সকে NBFC তালিকা থেকে সরানোর জন্য RBIর কাছে আবেদন করেছে। তথ্য বলছে, টাটা সন্স যদি তাদের আইপিও নিয়ে আসে তাহলে সংস্থার অন্তত ৫ শতাংশ শেয়ার, অর্থাৎ প্রায় ৫০ হাজার কোটি টাকা বাজারে নথিভুক্ত করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File