RBI | ৩০ বছরের অভিজ্ঞতা! RBI-এর এগজ়িকিউটিভ ডিরেক্টর পদে বসলেন সোনালি সেনগুপ্ত,
Saturday, October 11 2025, 1:27 pm

ভারতের রিজ়ার্ভ ব্যাঙ্কের নতুন এগজ়িকিউটিভ ডিরেক্টর (ED) হিসেবে নিযুক্ত হলেন সোনালি সেনগুপ্ত।
একটি বিবৃতি জারি RBI জানালো, রিজ়ার্ভ ব্যাঙ্কের নতুন এগজ়িকিউটিভ ডিরেক্টর (ED) পদে নিযুক্ত হয়েছেন সোনালি সেনগুপ্ত। চলতি বছরের ৯ অক্টোবর এই পদে বসেছেন তিনি। এগজ়িকিউটিভ ডিরেক্টর হিসেবে কনজ়িউমার এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ডিপার্টমেন্ট, ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং ইন্সপেকশন ডিপার্টমেন্ট দেখবেন তিনি। উল্লেখ্য, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সে এমবিএ ডিগ্রিধারী সোনালী ৩০ বছরেরও বেশি সময় ধরে রিজ়ার্ভ ব্যাঙ্কের সঙ্গে যুক্ত। এর আগে কর্নাটকের রিজিওনাল ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি।