‘রে’ নিয়ে অকপটে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, মানসিকভাবে প্রস্তুত নেতিবাচক প্রতিক্রিয়ার জন্য

Thursday, July 1 2021, 2:54 pm
highlightKey Highlights

শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেল সত্যজিৎ রায়ের দূরদর্শীতায় বাঁধা, প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা এবং সত্যের চার গল্প নিয়ে তৈরী ছবি 'রে’। এই প্রথমবার অন্যভাষায় পর্দায় দেখা যাবে সত্যজিতের কাহিনি। এই সিরিজটি পরিচালনার দায়িত্বে ছিলেন তিন নামী পরিচালক অভিষেক চৌবে, ভাসান বালা এবং সৃজিত মুখোপাধ্যায়। অন্যদিকে সত্যজিত রায়ের মতো একজন মহান চলচ্চিত্র পরিচালক, লেখক এবং চিত্রনাট্যকারের ছোটগল্প নিয়ে কাঁটাছেঁড়া করা মানেই যে সমালোচনার ঝড় উঠবে তা নিশ্চিত। আর বাঙালি হওয়ার দরুন অভিষেক চৌবে বা ভাসান বালার তুলনায় সমালোচকদের নজরে বেশি করে পড়তে হবে সৃজিত মুখোপাধ্যায়কে। আর তাই আগে থেকেই এই ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত হয়ে নিয়েছেন বলে জানান পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File