কোচের পদ থেকে সরে যেতে পারেন রবি শাস্ত্রী!
Wednesday, August 11 2021, 7:56 am
Key Highlightsবর্তমানে ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর বয়স হল ৫৯। ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী ভারতীয় দলের কোচ হিসেবে ৬০ বছর বয়স পর্যন্ত থাকা যায়। একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আসন্ন টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যেতে পারেন রবি শাস্ত্রী। পাশাপাশি বোলিং কোচ ভরত অরুণ, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও ফিল্ডিং কোচ আর শ্রীধরও সরে যেতে পারেন। NCA-র প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ায় পর এই ধারণা আরও জোরালো হয়েছে।