Durga Puja 2025 | 'রথ টানলে দুগ্গা আসে'! শুরু হয়ে গেলো দুর্গাপুজোর প্রস্তুতি! দেখুন ২০২৫ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট!

Friday, June 27 2025, 6:17 pm
Durga Puja 2025 | 'রথ টানলে দুগ্গা আসে'! শুরু হয়ে গেলো দুর্গাপুজোর প্রস্তুতি! দেখুন ২০২৫ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট!
highlightKey Highlights

বলা হয় 'রথ টানলে দুগ্গা আসে', কারণ রথ যাত্রার দিন দুর্গাপুজোর সূচনা অর্থাৎ খুঁটিপুজো হয়ে থাকে।


বলা হয় 'রথ টানলে দুগ্গা আসে', কারণ রথ যাত্রার দিন দুর্গাপুজোর সূচনা অর্থাৎ খুঁটিপুজো হয়ে থাকে। এই দিনে মণ্ডপ তৈরির জন্য প্রথম খুঁটি স্থাপন করা হয় এবং সেটির পুজো করা হয়। যার অর্থ হল, মা দুর্গার আগমনের প্রস্তুতি শুরু হয়ে গেল। কিন্তু এই বছর কবে কবি পড়েছে পুজো?দেখুন ২০২৫ সালে শারদীয়া দুর্গাপুজোর নির্ঘণ্ট : মহালয়া ২১ সেপ্টেম্বর রবিবার, মহাষষ্ঠী ২৮ সেপ্টেম্বর, মহাসপ্তমী ২৯ সেপ্টেম্বর, মহাষ্টমী ৩০ সেপ্টেম্বর, মহানবমী ১ অক্টোবর,বিজয়া দশমী ২ অক্টোবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File