Shantanu Naidu | টাটা মোটরসের গুরুত্বপূর্ণ পদ পেলেন রতন টাটার 'বন্ধু' শান্তনু নাইডু!
Tuesday, February 4 2025, 4:56 pm

প্রয়াত শিল্পটি রতন টাটার 'ছায়াসঙ্গী' তথা ঘনিষ্ঠ সহযোগী এবং ম্যানেজার শান্তনু নাইডু পেলেন টাটা মোটরসে নতুন গুরুত্বপূর্ণ ভূমিকা।
প্রয়াত শিল্পপতি রতন টাটার 'ছায়াসঙ্গী' তথা ঘনিষ্ঠ সহযোগী এবং ম্যানেজার শান্তনু নাইডু পেলেন টাটা মোটরসে নতুন গুরুত্বপূর্ণ ভূমিকা। লিঙ্কেডিনে কেরিয়ারে শান্তনু টাটা ন্যানো গাড়ির সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, 'আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমি টাটা মোটরসের জেনারেল ম্যানেজার, হেড স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস হিসাবে একটি নতুন পদে কাজ শুরু করছি!" ভারতে সাশ্রয়ী মূল্যের গতিশীল গাড়ি ন্যানো নিয়ে রতন টাটার দৃষ্টিভঙ্গি নিয়েও লেখেন রতনজির প্রিয় 'বন্ধু' শান্তনু নাইডু।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ব্যবসায়ী
- রতন টাটা
- টাটা
- টাটা গ্রূপ