আত্মহত্যা নাকি খুন? উত্তরপ্রদেশে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ধর্ষিতা কিশোরী।
Wednesday, November 18 2020, 9:52 am

উত্তরপ্রদেশের বুলন্দশহরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক কিশোরীর। গত ১৫ অগস্ট কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তার এক আত্মীয়-সহ ৩ জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৮টায় হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরীর। তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, নাকি সে নিজেই আত্মহত্যার চেষ্টা করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বুলন্দশহরের পুলিশ সুপার সন্তোষকুমার সিংহ সাংবাদিকদের জানান, গত ১৫ অগস্ট ওই কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ওই কিশোরীর এক আত্মীয়-সহ ৩ জনের বিরুদ্ধে। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।”
- Related topics -
- ক্রাইম
- দেশ
- উত্তরপ্রদেশ
- বুলন্দ শহর
- অগ্নিদগ্ধ ধর্ষিতা