Supreme Court | দীর্ঘদিন লিভ-ইনে থাকলে করা যাবে না ধর্ষণের অভিযোগ - রায় সুপ্রিম কোর্টের
Thursday, March 6 2025, 8:40 am
Key Highlightsদীর্ঘদিনের লিভ ইন সম্পর্কে থাকা একজন নারী নিজের সঙ্গীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করতে পারেন না বলে রায় দিল সুপ্রিম কোর্ট।
দীর্ঘ সময় লিভ ইন সম্পর্কে থাকা কোনো মহিলা নিজের সঙ্গীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করতে পারেন না, রায় দিলো সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত একটি কেসের শুনানির সময় জানান দীর্ঘ সময় ধরে একসাথে থাকা ও যৌন সম্পর্কের ভিত্তি শুধু বিয়ের প্রতিশ্রুতি ছিল কিনা নির্ধারণ করা কঠিন। কারণ এই দীর্ঘ সময়ে দুপক্ষের অনুমতি নিয়েই যৌন সম্পর্ক বজায় থেকেছে। ফলে কোনো নারী এক্ষেত্রে নিজের সঙ্গীর বিরুদ্ধে 'বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস'এর মামলা করতে পারে না।
- Related topics -
- দেশ
- শীর্ষ আদালত
- সুপ্রিম কোর্ট
- ধর্ষণ

