Ranveer Allahabadia | ‘মা বাবা এবং যৌনতা’ নিয়ে মন্তব্যের জল গড়ালো শীর্ষ আদালতে! সুপ্রিম কোর্টের দরজায় রণবীর এলাহাবাদিয়া!
Friday, February 14 2025, 7:25 am
Key Highlightsশুক্রবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান রণবীর এলাহাবাদিয়া।
‘মা বাবা এবং যৌনতা’ নিয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার রণবীর এলাহাবাদিয়ার মন্তব্যের ঘটনায় শোরগোল গোটা দেশ জুড়ে। ইতিমধ্যে গত দু’দিনে রণবীরের নামে একের এক FIR দায়ের হয়েছে দেশের বিভিন্ন পুলিশ স্টেশনে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়িতেও পৌঁছেছিল মুম্বই পুলিশ। এবার এই ঘটনার জল গড়ালো সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে, শুক্রবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান রণবীর এলাহাবাদিয়া। যদিও আদালত সেই আবেদন খারিজ করেছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, আদালতের নিয়ম মেনেই মামলার শুনানি হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- বিনোদন
- ভাইরাল
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- সোশ্যাল মিডিয়া

