Ranveer Allahbadia | সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন রণবীর এলাহাবাদিয়া! এখনই গ্রেফতার করা যাবে না ইউটিউবারকে, মিললো রক্ষাকবচ!

Tuesday, February 18 2025, 7:09 am
highlightKey Highlights

শীর্ষ আদালত জানায়, এখনই রণবীরকে গ্রেফতার করতে পারবে না পুলিশ।


‘বাবা মায়ের যৌনতা দেখবে?’ মন্তব্য কাণ্ডে কিছুটা স্বস্তি পেলেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। শীর্ষ আদালত জানায়, এখনই রণবীরকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। এমনকি পুলিশ নতুন করে FIRও দায়ের করতে পারবে না রণবীরের বিরুদ্ধে। প্রাণনাশের হুমকি থেকে সুরক্ষা চেয়ে পুলিশের দ্বারস্থও হতে পারবেন রণবীর। এদিন সুপ্রিম কোর্টে তীব্র তিরস্কারও শুনতে হয় রণবীরকে। বিচারপতি কান্ত বলেন, “রণবীরের মানসিকতা, চিন্তাভাবনা অত্যন্ত নোংরা। সেটারই প্রকাশ ঘটেছে তাঁর কথায়। জনপ্রিয় হলেই যা খুশি বলা যায় না।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File