Ranji Trophy Final | আগামীকাল রঞ্জি ট্রফির ফাইনাল! মুখোমুখি কেরল বনাম প্রাক্তন চ্যাম্পিয়ন বিদর্ভ!

Tuesday, February 25 2025, 12:10 pm
highlightKey Highlights

আগামীকাল শুরু হচ্ছে রঞ্জি ট্রফি ফাইনাল। নাগপুরে মুখোমুখি হবে কেরল ও বিদর্ভ।


আগামীকাল শুরু হচ্ছে রঞ্জি ট্রফি ফাইনাল। নাগপুরে মুখোমুখি হবে কেরল ও বিদর্ভ। উল্লেখ্য, রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম বার ফাইনালে উঠেছে কেরল। গ্রুপ পর্ব থেকে নকআউটে নজর কেড়েছেন সলমন নিজার, মহম্মদ আজহারউদ্দিনের মতো তরুণরা। মহম্মদ আজহারউদ্দিন সেমিফাইনালের মঞ্চে ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন। অন্যদিকে, বিদর্ভ প্রাক্তন চ্যাম্পিয়ন। শেষ বার পাঁচ বছর আগে ট্রফি জিতেছিল তারা। তবে কেরল প্রথম বার ফাইনালে উঠলেও বিদর্ভের কাছে হালকা নেওয়ার সুযোগ নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File