Rani Mukherjee | সাফল্যের মুকুটে নতুন পালক 'রানি'র, পশ্চিমবঙ্গ গভর্নস অ্যাওয়ার্ড ‘বন্দে মাতরম’-এ ভূষিত হলেন অভিনেত্রী

Wednesday, January 28 2026, 4:29 pm
Rani Mukherjee | সাফল্যের মুকুটে নতুন পালক 'রানি'র, পশ্চিমবঙ্গ গভর্নস অ্যাওয়ার্ড ‘বন্দে মাতরম’-এ ভূষিত হলেন অভিনেত্রী
highlightKey Highlights

‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবির জন্য অন্যতম শ্রেষ্ঠ নাগরিক সম্মান, পশ্চিমবঙ্গ গভর্নস অ্যাওয়ার্ড ‘বন্দে মাতরম’ এ ভূষিত হলেন রানি মুখোপাধ্যায়।


তিন দশকের বর্ণময় কেরিয়ারে ফের পুরস্কৃত হলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবির জন্য অন্যতম রাজ্যের শ্রেষ্ঠ নাগরিক সম্মান, পশ্চিমবঙ্গ গভর্নস অ্যাওয়ার্ড ‘বন্দে মাতরম’ এ ভূষিত হলেন তিনি। পুরস্কার পেয়ে আপ্লুত রানি জানিয়েছেন, “এটা যেন নিজের দেশে প্রত্যাবর্তনের মতো অনুভূতি। পশ্চিমবঙ্গ থেকে পাওয়া এই স্বীকৃতি আসলে আমার শিকড়ের সঙ্গে জুড়ে থাকার মতো। যদিও হিন্দি ছবির হাত ধরেই আমার কেরিয়ারের পথ চলা শুরু, কিন্তু আমার অস্তিত্ব আর চেতনার গভীরে সবসময় বাংলার মাটিই রয়ে গিয়েছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File