এবার পুজোয় নিজে হাতে পরিবেশন করে খাওয়াতে না পারায় বড় আফসোস প্রকাশ করলেন অভিনেত্রী রানি মুখার্জী
Saturday, October 16 2021, 11:35 am
Key Highlightsনবমীতে জমকালো হলুদ শাড়িতে সেজে বাড়ির পুজোয় এসেছিলেন রানি মুখোপাধ্যায়। গত বছর অতিমারির কারণে পুজোয় উপস্থিত থাকতে পারেননি তিনি। দিদি কাজলের মতোই দু’বছর পরে বাপের বাড়িতে পা রেখে আবেগতাড়িত হয়ে পড়লেন তিনি। করোনা সংক্রমণ এড়াতে প্রতি বছরের মতো এ বছরে পাত পেড়ে দর্শনার্থীদের খাওয়ানোর আয়োজন নেই। সেই আক্ষেপ প্রকাশ করেই অভিনেত্রী বললেন ‘‘কাছের মানুষদের নিজের হাতে পরিবেশন করে খাওয়ানোর মজাই আলাদা। গত বারেও মিস করেছি। এ বারেও পারছি না।’’
- Related topics -
- সেলিব্রিটি
- রানী মুখার্জী
- দুর্গাপুজো
- বলিউড
- অভিনেত্রী

