India’s Got Latent | বন্ধ রোজগার! পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কন্টেন্ট বানাতে পারবেন না রণবীর-সময়-অপূর্বারা!

Tuesday, February 18 2025, 11:31 am
highlightKey Highlights

পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনও কনটেন্ট ক্রিয়েট করতে পারবেন না তারা। অর্থাৎ আপাতত তাঁদের কনটেন্ট ক্রিয়েট করে রোজগারও বন্ধ


'পিতা মাতার যৌনতা' মন্তব্যে আরও বিপাকে 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' শো হোস্ট সময় রায়না, রণবীর আলাহাবাদিয়া এবং অপূর্বা মখিজা। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনও কনটেন্ট ক্রিয়েট করতে পারবেন না তারা। অর্থাৎ আপাতত তাঁদের কনটেন্ট ক্রিয়েট করে রোজগারও বন্ধ। এদিন সুপ্রিম কোর্ট রায় দেয়, এই মুহূর্তে রণবীর আলাহাবাদিয়াকে গ্রেফতার করা যাবে না। তবে সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সময় রায়না, রণবীর আলাহাবাদিয়া এবং অপূর্বা মখিজা কনটেন্ট ক্রিয়েট করতে পারবেন না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File