উৎসব ২০২৪

Ranaghat Durga Puja 2024 | হবে না ১১২ ফুটের দুর্গা পুজো! 'মামলা লড়ার টাকা নেই', হতাশ গ্রামবাসীরা

Ranaghat Durga Puja 2024 | হবে না ১১২ ফুটের দুর্গা পুজো! 'মামলা লড়ার টাকা নেই', হতাশ গ্রামবাসীরা
Key Highlights

টাকার কাছে হেরে গেল দূর্গা। হবে না ১১২ ফুটের দুর্গা পুজো। মহালয়ার সকালেই পুজো বন্ধের সিদ্ধান্তের কথা জানালেন রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সঙ্ঘের উদ্যোক্তারা।

টাকার কাছে হেরে গেল দূর্গা। হবে না ১১২ ফুটের দুর্গা পুজো। মহালয়ার সকালেই পুজো বন্ধের সিদ্ধান্তের কথা জানালেন রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সঙ্ঘের উদ্যোক্তারা। তারা জানান, মামলা লড়ার টাকা নেই। বিশ্বের সর্ববৃহৎ দুর্গাপ্রতিমা তৈরি করে তাক লাগাতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু সেটা করতে গিয়েই আইনি জটিলতায় পড়েন। এখনও পর্যন্ত ৬০ লক্ষ টাকা খরচ হয়েছে। আদালতে যাওয়ার মতো গ্রামবাসীদের কাছে আর টাকা নেই। এমনকী ৪০ বিঘা জায়গা গ্রামবাসীরা পুজোর জন্য ফসল না করেই রেখে দিয়েছিলেন।