Ramlala Diwas | রামমন্দির উদ্বোধনের বার্ষিক উৎসব হিসেবে ২২ জানুয়ারি পালন করা হবে 'রামলালা দিবস'!
Tuesday, July 9 2024, 6:15 am
Key Highlights২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়েছিল রামমন্দির। সেই দিনটিকে বার্ষিক উৎসব হিসাবে পালন করার সিদ্ধান্ত নিল রাজস্থান।
২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়েছিল রামমন্দির। সেই দিনটিকে বার্ষিক উৎসব হিসাবে পালন করার সিদ্ধান্ত নিল রাজস্থান। জানা গিয়েছে, এবার সেরাজ্যের প্রত্যেকটি সরকারি স্কুলে ২২ জানুয়ারি পালিত হবে রামলালা দিবস। স্কুলের বার্ষিক অনুষ্ঠানের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হবে এই দিনটি। পড়ুয়াদের মধ্যে সাংস্কৃতিক চেতনা বাড়ানোর জন্যই বিশেষ পদক্ষেপ করেছে রাজস্থানের স্কুল শিক্ষা দফতর। আয়োজন করা হবে বিশেষ অঙ্কন প্রতিযোগিতারও। শুধু তাই নয়, ওইদিন একে অপরকে রাখি পরাবে পড়ুয়ারা।
- Related topics -
- অন্যান্য
- পুজো ও উৎসব
- রাজস্থান
- মন্দির

